Home » হলুদ নদী সবুজ বন by Manik Bandopadhyay
হলুদ নদী সবুজ বন Manik Bandopadhyay

হলুদ নদী সবুজ বন

Manik Bandopadhyay

Published
ISBN :
Enter the sum

 About the Book 

হলুদ নদী সবুজ বন মানিক বনদযোপাধযাযের মৃতযুর বছর () পরকাশিত পরথম, এবং কালানুকরমিকতায -সংখযক উপনযাস ।লেখকের কথা:উপনযাসে ভূমিকার বালাই জুডে দেওযা আমি পছনদ করিনা । কবিতা গলপ উপনযাসের আগাগোডা সবটাই লেখকের ভুমিকা- সেই সঙগে আবার শুধু নিযমরকষার জনয লেখকের বMoreহলুদ নদী সবুজ বন মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর বছর (১৯৫৬) প্রকাশিত প্রথম, এবং কালানুক্রমিকতায় ৩২-সংখ্যক উপন্যাস ।লেখকের কথা:উপন্যাসে ভূমিকার বালাই জুড়ে দেওয়া আমি পছন্দ করিনা । কবিতা গল্প উপন্যাসের আগাগোড়া সবটাই লেখকের ভুমিকা- সেই সঙ্গে আবার শুধু নিয়মরক্ষার জন্য লেখকের ব্যক্তিগত খানিকটা বক্তব্য যোগ করা ছেলেমানুষী ছাড়া কিছুই নয় ।তবে বিশেষ ক্ষেত্রে কোনো বিষয়ে পাঠকসমাজে কৈফিয়ত পেশ করা লেখকের অবশ্য- পালনীয় কর্তব্য হয়ে দাঁড়ায় । ক্ষমা- ভিক্ষা নয়, বইয়ের গোড়ায় পাঠক- সমালোচকের ক্ষমা চেয়ে রাখাও সাধারণ নিয়মে ছ্যাবলামির মত বিশ্রী অপরাধ ।হলুদ নদী সবুজ বন আট দশ মাস আগে বেরিয়ে যাওয়া উচিত ছিল। আমার শরীর খারাপ, এই দোষে বইটা এতদিন আটক হয়েছিল । দোষ আমার । প্রকাশকের কোনো ত্রুটি ঘটেনি ।